নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ওয়াশিংটনের আবর্জনা সরাবেন। দ্রব্যমূল্য হ্রাস থেকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধ—সবই ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই অর্জন করবেন। লাখ লাখ বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীকে দেশছাড়া করবেন, সে কাজও প্রথম দিন থেকেই শুরু করার কথা। এর মধ্যে কটিতে তিনি সক্ষম হবেন, বলা কঠিন। তবে তিনি নিজেই স্বীকার করেছেন, ভোগ্যপণ্যের দাম কমানো সম্ভব হবে না। জিনিসপত্রের দাম একবার বাড়লে তা কমানো কঠিন—টাইম ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ওয়াশিংটনের আবর্জনা সরানোর যে প্রতিশ্রুতি, তা রাখাও তাঁর পক্ষে সম্ভব হচ্ছে বলে মনে হয় না। ইতিমধ্যে তাঁর মন্ত্রিসভার সদস্য হিসেবে যাঁদের নাম ঘোষণা করেছেন, তাঁদের অধিকাংশের প্রধান পরিচয় দক্ষ প্রশাসক হিসেবে নয়, বিলিয়নিয়ার হিসেবে। কেউ কেউ আবার তাঁরই মতো নারী কেলেঙ্কারিতে জড়িত। একাধিক ভাষ্যকার বলেছেন, ক্যাবিনেটের নামে ট্রাম্প সার্কাসের ক্লাউনদের জড়ো করছেন। এক হিসেবে বলা হচ্ছে, সিনেট কর্তৃক অনুমোদন পেলে ট্রাম্পের আগামী মন্ত্রিসভায় কম করে হলেও জন পনেরো বিলিয়নিয়ার বা মাল্টি বিলিয়নিয়ার অন্তর্ভুক্ত হবেন। এঁদের মধ্যে এক ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৫০০ বিলিয়ন ডলার।