বাংলাদেশের মতো স্বল্প আয়ের বিপুল জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যম হতে পারতো পুঁজিবাজার। তবে ‘পরিকল্পিতভাবে' সংশ্লিষ্ট সকল পর্যায়ের য়ের বিপুল জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যম হতে পারতো পুঁজিবাজার। তবে ‘পরিকল্পিতভাবে' সংশ্লিষ্ট সকল পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠান এ বাজারকে ধ্বংস করেছে। মধ্যম আয়ের একটি বড়অংশকে নিঃস্ব করে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান তৎকালীন সরকারের আশ্রয়-প্রশয়ে সকলকে জানান দিয়ে পুঁজিবাজারকে অর্থ তৈরির যন্ত্রে রূপান্তর করে সাধারণ মানুষের পুঁজি লুট করেছে যুগ-যুগ ধরে। ফলশ্রুতিতে, বাংলাদেশের তথাকথিত পুঁজিবাজার আজ তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয়েছে। যা বহুদিনের কিছু লুটবাজ ব্যক্তির অপচেষ্টার ফল।
স্বল্প সময়ের জন্য বিনিয়োগের যোগানদাতা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বিনিয়োগের প্রাণকেন্দ্র পুঁজিবাজারকে পাশ কাটিয়ে দেশের অর্থব্যবস্থার চালিকা শক্তিতে রূপান্তর করা হয়েছে। যেখানে ‘স্বল্পমেয়াদি সঞ্চয়কে দীর্ঘমেয়াদি বিনিয়োগে রূপান্তর করে’ দেশের অর্থনীতির ভারসাম্যকে পরিকল্পিতভাবে বিনষ্ট করা হয়েছে। ফলস্বরূপ, আজ দেশের ব্যাংক খাতের দূরদশা আর পুঁজিবাজারের বেহাল দশা।
‘অর্থ নয় নীতি সহযোগিতাই’ যদি পুঁজিবাজারকে স্থিতিশীল করা এবং রাখার উপায় হয়, তবে, নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে “যোগ্য ব্যক্তিদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে না” তা সকলের মনে প্রশ্নের জন্ম দিচ্ছে। এছাড়া, নীতি প্রণয়নে ‘সাধারণ ঐক্যমতেও' রয়েছে ধোঁয়াশা।
জ্ঞানের দৈন্যতা কর্মে প্রকাশিত হয়। শুধুমাত্র বিনিয়োগকারীদের নয় পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পর্যায়ের প্রত্যেক ব্যক্তির ‘পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রায়োগিক জ্ঞান' অত্যাবশ্যক। যা আমাদের পুঁজিবাজারে অপ্রতুল কিন্তু বহুল কাক্ষিত।
তথাপি, আশা-নিরাশার দোলাচলে থাকা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের একটি মাত্র প্রত্যাশা তা হচ্ছে “স্থিতিশীলতা” । যা নীতি নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যোগ্যতাবলেই শুধুমাত্র সম্ভব। পুঁজিবাজার আজ পথহারা পথিকের মতো তাঁদেরকেই খুঁজছে।
সব উপদেষ্টাদের উদ্দেশ্যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব্যানারে বিনিয়োগকারীদের খোলা চিঠি।